বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

জেনে রাখুন

26-10-2017 01:02:11 AM

ওসহায় মানুষ দের বিনা মুল্যে থাকার বেবস্তা |

newsImg

দুরদুরান্ত থেকে গরিব কেউ চিকিৎসা করাতে এসে ঢাকায় রাত্রিযাপনের প্রয়োজনে সহযোগিতা পেতে পারেন এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন এর মাধ্যমে। গত চার বছর এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন Patient Care Centre (পেসেন্ট কেয়ার সেন্টার) পরিচালনা করছে। যোগাযোগ: সমন্বয়কারী ০১৮১৯৮১৯৭৯৯ / ০১৭১৬-৪১৫৩৯৫ 
আই-নিউজ২৪.কম
এস এম রেজাউল করিম

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 5701 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends