বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

সরকারী দল

25-12-2018 01:52:32 PM

প্রার্থিতা বাতিল চেয়ে চিত্রনায়ক ফারুকের বিরুদ্ধে পার্থের রিট

newsImg

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনের মহাজোট প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন আসনটির ধানের শীষের প্রার্থী বিজেপি সভাপতি ব্যারিস্টিার আন্দালিভ রহমান পার্থ।

সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন বেঞ্চে বিজেপি চেয়ারম্যান পার্থের আবেদন নিয়ে আংশিক শুনানি হয়েছে। পরে বিচারকরা নির্বাচন কমিশনের আইনজীবীর উপস্থিতিতে বুধবার পুনরায় শুনানির জন্য আবেদনটি রেখে দেন।

আন্দালিভ রহমান পার্থ’র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ফারুক ঋণ খেলাপি এটা আত্মস্বীকৃত। ঋণ খেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাইকোর্টে উনি রিট করেন, কিন্তু কোনো আদেশ হয়নি।

গুলশান, বনানী, সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এবার প্রথম ভোটের লড়াইয়ে নেমেছেন অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। বিএনপি আসনটি ছেড়ে দিয়েছে তাদের জোটসঙ্গী বিজেপির পার্থকে। ভোলার সাবেক সংসদ সদস্য পার্থ বঙ্গবন্ধুর ভাই শেখ নাসেরের ছেলে শেখ হেলালের জামাতা।

২০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনের ৫ দিন আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুকের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে গেলেন পার্থ।

খবরটি সংগ্রহ করেনঃ- নিজস্ব প্রতিবেদক
এই খবরটি মোট ( 8206 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends