বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

জেনে রাখুন

09-12-2016 12:20:58 PM

গ্যাস-সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণের তারিখ জানার উপায়

newsImg

 তানজিল শরীফ :আমরা প্রায় সবাই বাড়িতে গ্যাস-সিলিন্ডার ব্যাবহার করে থাকি। যেসব গ্রামে গ্যাস ব্যবহারের পর্যাপ্ত সুযোগ নেই, সেসব গ্রামে বেশি ব্যবহৃত হয়। অনেক সময় শুনা যায় যে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মানুষ মারা গেছে। কিন্তু সিলিন্ডার কেন বিস্ফোরণ হয় তা অনেকেই জানি না।সব জিনিসের মত সিলিন্ডারেরও মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে। মেয়াদ শেষ হয়ে গেলেই বিস্ফোরণের দিকে এগোতে থাকে সিলিন্ডার। মেয়াদ শেষ হওয়া কোন সিলিন্ডার ঘরে রাখা আর ঘরে বোমা রাখা একই কথা।কিভাবে জানা যাবে সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ তারিখ:ছবিতে মার্ক করা কালো রংগের লেখা দেখা যাচ্ছে। এটাই হল এক্সপায়ারি ডেট বা মেয়াদ উত্তীর্ণ তারিখ। এখানেA,B,C,D সংকেত দিয়ে লেখা থাকে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2483 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends