01-04-2018 10:37:32 AM
ব্রিটেনের হিথ্রো বিমানবন্দরে রাশিয়ার একটি বিমান তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ। রাশিয়ার বিমানটিতে শুক্রবার তল্লাশি চালানো হয়। এই পরিপ্রেক্ষিতে হুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, ওই বিমান তল্লাশির বিষয়ে সঠিক ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। শনিবার ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
রাশিয়ার অভিযোগ, রুশ বিমানের পাইলট তল্লাশি চালানোর কারণ জানতে চাইলেও ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি তল্লাশির সময় বিমানের ক্রুদের সেখানে থাকতে দেওয়া হয়নি।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেন, 'রুশ বিমানে এই তল্লাশির মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ব্রিটেন। এটি একটি উসকানি। তারা বিমানের ভেতরে এমন কিছু করেছে যা তারা গোপন রাখতে চায়।'
জানা গেছে, বিমানটি মস্কো থেকে লন্ডনে পৌঁছানোর একদিন পর সেটাতে তল্লাশি চালানো হয়।
প্রসঙ্গত, ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যা চেষ্টার ঘটনায় রাশিয়ার ২৩ কূটনীতিককে ব্রিটেন থেকে থেকে বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।