21-01-2018 10:00:50 AM
তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৪ জন। স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।শনিবার এসকিসেহির প্রদেশে রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খায় একটি বাস। উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা শহরের উলুদাগ স্কি রিসোর্টে ছুটি কাটানোর উদ্দেশে ওই বাসে করে যাচ্ছিলেন বেশ কয়েকটি পরিবার।প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৩ জন বলে জানানো হয়। কিন্তু পরে ওই অঞ্চলের গভর্নর ওজদেমির কাকাকেক জানিয়েছেন, নিহতের সংখ্যা ১১ জন।
আহতদের ওই এলাকার তিনটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় রাস্তার অবস্থা এবং আবহাওয়া ভালো ছিল। তারপরেও কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।তুরস্কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩শ জন নিহত এবং আরও ৩ লাখ মানুষ আহত হয়।