বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

বিনোদন

20-01-2018 03:33:24 PM

শাকিব খানকে চান সোহানা সাবা

newsImg

সিনেমায় নায়ক হিসেবে শাকিব খানকে চান অভিনেত্রী সোহানা সাবা। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে এসে এই কথাই জানালেন তিনি।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা শারিয়ার নাজিম জয়। অনুষ্ঠানের প্রথমেই সাবাকে খোলামেলা পোশাকের ব্যাপারে প্রশ্ন করেন জয়।

সাবাকে প্রশ্ন করা হয় অমিতাভ রেজার সঙ্গে প্রেম বিষয়ে। সাবা বলেন, ‘হ্যাঁ আমাদের প্রেম ছিল। দেড় বছর প্রেম করেছি আমরা। অমিতাভ রেজাই প্রস্তাব দিয়েছিলেন।’

জয়া আহসানকে ফলো করেন কি না এবং জয়ার মতো কলকাতার ছবিতে তিনিও প্রতিষ্ঠা চান কি না জানতে চাইলে সাবা বলেন, ‘অবশ্যই না। তার সঙ্গে প্রতিযোগিতা করি না। জয়া আপুর অভিনয় আমার ভালো লাগে। তিনি আমার বয়স ও অভিনয় দুইখানেই সিনিয়র। তাকে সম্মান করি আমি।’

খবরটি সংগ্রহ করেনঃ- Masud
এই খবরটি মোট ( 5359 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends