বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

বিনোদন

09-01-2018 03:35:36 PM

দীপিকার নামে বাঞ্ছারামপুরে নলকূপ স্থাপন

newsImg

এবার জন্মদিনে নানা উপহার পেয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। প্রেমিক রণবীর সিংয়ের মা-বাবার কাছ থেকে পেয়েছেন দামি শাড়ি আর হীরার অলংকার। কিন্তু ভক্তদের ভালোবাসার কাছে এসব হীরা, জহরত সবই ম্লান হয়ে যায়। ৫ জানুয়ারি ছিল দীপিকার জন্মদিন। প্রিয় নায়িকার জন্মদিন উপলক্ষে তাঁর ভক্তরা একটি নতুন নলকূপ খনন করেছেন। আর নলকূপটি বসানো হয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে।

ভারতীয় নায়িকা হলেও বিশ্বজুড়েই দীপিকার অভিনয় আর মিষ্টি হাসির ভক্ত ছড়িয়ে আছে। এবার সৌদি আরবে কর্মরত তাঁর প্রবাসী ভক্তরা রীতিমতো তহবিল গঠন করে প্রিয় নায়িকাকে বিশেষ কোনো উপহার দিতে চেয়েছেন। দীপিকার সেই ফ্যান ক্লাবে আছেন বাংলাদেশি ভক্তও। ভক্তরা অর্থ সংগ্রহ করে বাংলাদেশের রাধানগর গ্রামে একটি নলকূপ বসানোর ব্যবস্থা করেন। গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ভক্তরা এমন উদ্যোগ নিয়েছেন। ৬ জানুয়ারি টুইটারে দীপিকার আরব ফ্যান পেজ থেকে সেই লাল টুকটুকে নলকূপের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা আছে, ‘দীপিকার জন্মদিনে আমাদের পক্ষ থেকে উপহার। একটি গ্রামে আমরা আপনার আরবের ভক্তরা তহবিল সংগ্রহ করে এই পানির কূপ স্থাপন করেছি। আশা করি, আপনার ভালো লাগবে। শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন।’

নলকূপের নামফলকনলকূপের নামফলকএমন উদ্যোগে ভীষণ আনন্দিত দীপিকা পাড়ুকোন। টুইটারে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ৮ জানুয়ারি তিনি লিখেছেন, ‘পৃথিবীতে একটি সুন্দর ও সুখী স্থান বানানোর জন্য আপনাদের এই মহৎ অবদান আমার হৃদয় ছুঁয়ে গেছে। জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কী হতে পারে! আপনাদের প্রতি আমার অশেষ ভালোবাসা। আপনাদের নিয়ে আমার গর্ব হচ্ছে।’

খবরটি সংগ্রহ করেনঃ- Masudur
এই খবরটি মোট ( 3348 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends