বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

বিনোদন

01-01-2018 11:46:27 AM

পপি যখন সাহসী যোদ্ধা

newsImg

শুরু হল নতুন বছর। বছরের প্রথম দিনেই সাহসী যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হলেন চিত্রনায়িকা পপি। ‘সাহসী যোদ্ধা’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটাই তার নতুন বছরের উপহার বলে জানিয়েছেন।সাদেক সিদ্দিকী পরিচালিত এ ছবিটির শুটিং আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে। এ ছবিতে কাস্টম অফিসারের চরিত্রে অভিনয় করবেন পপি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবির গল্প এবং চরিত্র দুটোই আমার ভীষণ ভালো লেগেছে। কাস্টম অফিসার চরিত্রটিতে অভিনয়ের জন্য এখন নিজেকে প্রস্তুত করছি। কারণ এটি একটি চ্যালেঞ্জিং চরিত্র। আমাকে একটু বুঝে-শুনেই অভিনয় করতে হবে। কারণ এর আগে এ ধরনের চরিত্রে আমি অভিনয় করিনি। তাই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে হলে এ ধরনের চরিত্র সম্পর্কে ভালোভাবে ধারণা নেয়াটাও জরুরি।’

ছবিতে তার বিপরীতে কে অভিনয় করবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। এদিকে চলতি মাসের শেষের দিকে শহীদুল হক খান পরিচালিত ‘টার্ন’ নামে আরও একটি ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পপি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সোনা বন্ধু’। ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পর্দায় পপির অভিনয় বেশ প্রশংসিত হয়ে

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2273 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends