খোলা কলাম
আহাজারি
আহাজারি
-ফারুক হোসেন
==================
দিকে দিকে আজ আমার ভাইয়ের
রক্তে হচ্ছে লাল।
মানুষরূপি হায়নারা বুনেছে আজ
নীল নকশার জাল।
চারিদেকে আজ যায় শোনা যায়
ধর্ষিতা নারীর আহাজারি।
নরপিশাচরা করছে খেলা
অসহায়ে কাঁদছে নারী।
লাখো মা-বোনের ইজ্জতে কেনা
আমার দেশের স্বাধীনতা।
তবু কেন আজ ধর্ষিত হয়
ন্যাড়া করা হয় মাথা।
দেশতো পড়েনি আজ
পাকিস্তানের দাবানলে।
তবু কেন আজ সংখ্যলঘুদের
ঘড়ে আগুন জ্বলে।
লাখো বাঙ্গালী দিয়েছে জীবন
শান্তি সুখের আশায়।
তবে কেন আজ হায়নারা
অশান্তির বীজ ছড়ায়।
স্বাধীনতার মর্ম বুজতে হবে
জেগে উঠ লাখো তরুণ।
দেশের পতাকা কর সমুজ্জ্বল
অসহায় করনা বরণ।