বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

আন্তরজাতিক রাজনীতি

18-12-2016 03:32:30 PM

ভারতের নতুন সেনাপ্রধান নিয়ে বিতর্কের আভাস

newsImg

লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতই হতে যাচ্ছেন ভারতের নতুন সেনাপ্রধান। বছরের প্রথমদিন অর্থাৎ ১ জানুয়ারি দেশটির ২৭তম সেনাপ্রধান হিসেবে শপথ নেবেন তিনি।১১তম গোর্খা রাইফেলস বাহিনীর বিখ্যাত ৫০ ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত ছিলেন রাওয়াত। কিন্তু যেহেতু লেফটেনান্ট জেনারেল প্রভীন বক্সি ও লেফটেন্যান্ট জেনারেল  পি এন হারিত রাওয়াতের সিনিয়র, তাই তাকে (রাওয়াত) সেনাপ্রধানের দায়িত্ব দেয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। খবর কলকাতা২৪।দু'জন সিনিয়রকে টপকে রাওয়াতকে কেন্দ্র সেনাপ্রধান হিসেবে বেছে নেওয়ায়ই মূলত বিতর্কের সৃষ্টি। শোনা যাচ্ছে, তিন সেনাপ্রধানের শীর্ষে নতুন একটি পদ, চিফ অফ ডিফেন্স স্টাফ তৈরি করা হতে পারে। তাহলে কি সেই পদে বসানো হবে লেফটেনান্ট জেনারেল বক্সিকে? সেজন্যই কি তাকে সেনাপ্রধান করা হল না? এরকম নানা প্রশ্ন তৈরি হয়েছে সাধারণের মনে। আর বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2523 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends