বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

আন্তরজাতিক রাজনীতি

17-12-2016 12:58:28 PM

'আমার প্রতি পুতিনের বিদ্বেষ আছে'

newsImg

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হিলারি ক্লিনটন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তার প্রতি আগে থেকেই বিদ্বেষ আছে। এ কারণেই রাশিয়া নির্বাচনে ডেমোক্র্যাটদের ই-মেইল হ্যাকিং করেছে।স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কে শেষবারের মতো ধন্যবাদ জানাতে দাতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।  মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, বৈঠকে হিলারি নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে দাবি করেন, তার নির্বাচনী প্রচার শিবিরের প্রেসিডেন্ট জন পোডেস্টার ও আরও বহু ই-মেইল হ্যাকিং করার ফলে তিনি হেরে গেছেন। হিলারি তার পরাজয়ের জন্য রাশিয়া এবং এফবিআই পরিচালক জেমস কোমিকে দায়ী করেছেন।  

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2833 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends