বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

আন্তরজাতিক রাজনীতি

17-12-2016 10:22:06 AM

উধাও হচ্ছেন পাকিস্তান দূতাবাসের কর্মীরা!

newsImg

গত ৫ বছরে  আমেরিকা, ব্রিটেন, ছাড়াও ফ্রান্স, কানাডা, সুইৎজারল্যান্ড, সুইডেন, স্পেন ও মেক্সিকোতে পাকিস্তান দূতাবাসের ১৯ জন কর্মী উধাও হয়ে গেছেন। কর্মীরা হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাচ্ছেন।বহু চেষ্টা সত্ত্বেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এক্সপ্রেস ট্রিবিউনের উদ্ধৃতি দিয়ে ভারতের সংবাদমাধ্যম এই সময় এ খবর প্রকাশ করেছে।  এরা কি কোথাও লুকিয়ে আছেন? নাকি অন্য দেশে অবৈধভাবে বসবাস করছেন? বা শত্রু দেশের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন? এমন বহু আশঙ্কা করা হলেও এখনও কোনো স্পষ্ট জবাব নেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।উধাও হয়ে যাওয়া ১৯ কর্মীর আট জন আমেরিকা, তিন জন ব্রিটেন, ফ্রান্স ও সুইডেন থেকে দুই জন করে, এবং বাকি দেশগুলি থেকে এক জন করে কর্মী উধাও হয়েছেন। এদের সম্পর্কে কোনো তথ্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। এসব কর্মীর প্রত্যেকের উধাও হওয়ার পর শো-কজ নোটিশ মেইল করা হয়। কিন্তু, কোনো উত্তর না পাওয়ায় তাদের ‘পলাতক’ ঘোষণা করেছে পাকিস্তান সরকার।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2382 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends