15-12-2016 09:25:23 AM
SEX-সিডির কলঙ্কে মন্ত্রীসভা থেকে সরে দাঁড়ালেন ভারতের কর্নাটকের আবগারি দফতরের মন্ত্রী এইচ ওয়াই মেটি। পদত্যাগের পর তিনি জানিয়েছেন, আমার জন্য সিদ্দারামাইয়া সরকারের অস্বস্তি বাড়ুক, আমি তা কখনো চাইনি।সে কারণে মন্ত্রীসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।জানা যায়, সেক্স সিডি নিয়ে বিতর্কের জেরে আবগারি মন্ত্রীর পদত্যাগ দাবি করে মুখ্যমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করে আসছিলেন দেশটির বিরোধীরা। এরপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন মেটি। পরে কর্নাটকের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, এইচ ওয়াই মেটি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তা গ্রহণের জন্য রাজপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে মেটি বলেন, সরকার ও মুখ্যমন্ত্রী যাতে বিড়ম্বনায় না পড়েন, তার জন্য আমি নিজে থেকেই পদত্যাগ করেছি। তবে আমি কোনো ভুল করিনি। তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি।তবে যে সিডিটি কেন্দ্র করে এত কাণ্ড, তা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, আমি জানি না এই সিডি বানানোর নেপথ্যে কে বা কারা রয়েছে। আমার কারো সঙ্গে শত্রুতাও নেই। এই নিয়ে কেউ এখনো পুলিশে কোন অভিযোগও জানাচ্ছে না। তিনি বলেন, যারা অভিযোগ করেছেন, তারা আগে সিডিটা জমা দিতে হবে। তারা আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করুক, তবেই আমি থানায় অভিযোগ করবো।