বাংলাদেশ | মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ,১৪৩১

খোলা কলাম

23-08-2016 10:57:52 AM

কারণি মাতা মন্দির, রাজস্থান কোথাও ব্ল্যাক ম্যাজিকের সম্মোহন, কোথাও বা ইঁদুরের মন্দির। এরকম আজব জায়গায় গেলে মনে হবে ভারত সত্যিই এক বিচিত্র দেশ।

newsImg

রাজস্থানের বিকানের থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত দেশনোক। আর সেখানেই পাবেন ইঁদুরদের মন্দির! কারণি মাতা মন্দিরের বিশেষত্ব এই ইঁদুরেরাই! একটা-দু’টো নয়, মোট ২০ হাজার ইঁদুর এই মন্দিরে বসবাস করে। চর্তুদশ শতকের হিন্দু সন্ন্যাসিনী কারণি মাতা তাঁর অনুগামীদের কাছে পূজিত হতেন মা দুর্গার অবতার হিসেবে। যোধপুর ও বিকানেরের রাজপরিবারের কাছে তিনি ছিলেন দেবীস্বরূপ। তাঁর জীবদ্দশাতেই তিনি মানুষের ভক্তি আদায় করতে সক্ষম হয়েছিলেন। তাঁর রহস্যময় অন্তর্ধানের পরেই তৈরি হয় দেশনোকের এই ছোট্ট মন্দিরটি। মন্দিরের কালো ইঁদুর এখানে পবিত্র বলে ধরা হয়। স্থানীয় মত অনুযায়ী, এরা নাকি কারণি মাতার বংশধর! এদের বলে কাব্বাস। অনেকে তো শুধু এই ইঁদুর দর্শনের জন্যই মাইলের মাইল পেরিয়ে চলে আসেন রাজস্থানের ছোট্ট শহরটিতে! আর সাদা ইঁদুর তো আরও বেশিই শ্রদ্ধা অর্জনকারী। কারণ, এরা হল কারণি মাতা স্বয়ং ও তাঁর ছেলেরা! মন্দির ও কারণি মাতা সম্পর্কিত নানারকম গল্পও প্রচলিত আছে এখানে। অনেকে বলেন, কারণি মাতার সত্ ছেলে লক্ষ্মণ কপিল সরোবরে জল খেতে গিয়ে ডুবে গেলে, মাতা যমরাজকে আহ্বান করেন তাঁর ছেলেকে বাঁচিয়ে তোলার জন্য। যমরাজ লক্ষ্মণ ও কারণি মাতার সব ছেলেকে ইঁদুর হিসেবে পুনর্জন্ম দেন। আবার আর একটি তথ্য অনুযায়ী, ২০ হাজার সৈনিক কাছাকাছি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসে দেশনোকে আশ্রয় নেন। যুদ্ধ থেকে পালিয়ে আসার মতো গুরু অপরাধ করা সত্ত্বেও কারণি মাতা তাঁদের প্রাণ নেননি। বরং, ইঁদুর হিসেবে মন্দিরেই থেকে যাওয়ার ব্যবস্থা করেন। ইঁদুরে খাওয়া খাবার খেলে সেটি অত্যন্ত সম্মানের বলে বিবেচিত হয়। আর যদি কেউ ভুল করেও একটি ইঁদুর মেরে ফেলেন, তাহলে তাঁকে অনুরূপ একটি সোনার ইঁদুর বানিয়ে দিতে হয়! যেসব পর্যটক সাদা ইঁদুর দেখতে পান, তাঁদেরকে সৌভাগ্যবান বলে ধরা হয়। মন্দির খোলে ভোর চারটের সময়। ইঁদুরদের নানারকম উপঢৌকনও দিয়ে থাকেন ভক্তরা। নবরাত্রির সময়ে হাজার হাজার ভক্ত খালি পায়ে হেঁটে যান কারণি মাতা মন্দিরে। তবে, এধরনের গল্প ছাড়াও মন্দিরটির স্থাপত্য ও ভাস্কর্য রীতিমতো চোখ টানে পর্যটকদের। আর প্রতি বছর দু’বার করে দেশনোকে মেলা বসে: কারণি মাতা মেলা।

খবরটি সংগ্রহ করেনঃ- আইনিউজ২৪.কম
এই খবরটি মোট ( 3584 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends