বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

বিরোদী দল

22-12-2018 10:06:03 AM

রনিসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

newsImg

পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

পটুয়াখালীর গলাচিপা থানায় আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক মেহেদী মাসুদের করা এই মামলায় আরও পাঁচ জনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন, পটুয়াখালী জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট শাহজাহান খান, রনির ভাই সারোয়ার হোসেন, তার শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও দশমিনা উপজেলা শাখা যুবদলের সভাপতি আলম শানু।

মামলার অভিযোগের উদ্ধৃতি দিয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, সম্প্রতি রনির একটি টেলিফোন কথোপকথন ফাঁস হয়েছে যাতে তাকে থানা অবরুদ্ধ করতে ও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মামলা করতে তার লোকজনকে নির্দেশ দিতে শোনা যায়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উস্কানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

তবে এ ব্যাপারে রনির মন্তব্য জানতে বেশ কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

খবরটি সংগ্রহ করেনঃ- অনলাইন রিপোর্ট
এই খবরটি মোট ( 5604 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends