বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

জাতীয়

04-12-2017 09:58:17 AM

চট্টগ্রামে চলছে পরিবহণ ধর্মঘট

newsImg

 ১১ দফা দাবিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদ । রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয় । মোর্চাভুক্ত ছয়টি সংগঠনের এ ধর্মঘটের কারণে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে গণপরিবহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে অফিসমুখী লোকজনকে  । এদিকে নগরীর কর্ণফুলী শাহ আমানত ব্রিজ ও ইপিজেড এলাকায় পিকেটিং করার সময় চার পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানান, গণপরিবহনের সাতটি সংগঠনের মধ্যে ছয়টি এ আন্দোলনের সঙ্গে আছে । লুসাই নামে একটি পরিবহন সমিতি আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। লুসাই পরিবহন সংগঠনকে অবৈধ দাবি করে পুলিশ তাদের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি । সংগ্রাম পরিষদের সদস্য সচিব এস এম আবু তৈয়ব অবিলম্বে পুলিশের হয়রানি বন্ধের দাবি জানান । সংগ্রাম পরিষদের দাবির মধ্যে আরো রয়েছে- থানায় মাসোয়ারার নামে গাড়ি আটকের প্রতিবাদে, অবৈধ টমটম ও অযান্ত্রিক যানবাহন, ইঞ্জিনচালিত রিকশা করিমন-নছিমন বন্ধ করা, গণপরিবহন শ্রমিকদের ওপর পুলিশের নির্যাতন বন্ধ করা, গণপরিবহন চালকের লাইসেন্সের শর্ত শিথিল করা, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা উন্নত করা, শহর এলাকায় গণপরিবহনের টার্মিনাল ও নির্ধারিত পার্কিং স্থাপন করা, বিআরটিতে দালালের উৎপাত ও যানবাহন চালক-মালিকদের হয়রানি বন্ধ করা ইত্যাদি। 

খবরটি সংগ্রহ করেনঃ- nupur islam
এই খবরটি মোট ( 2762 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends