বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান প্রতিমন্ত্রী আবদুল মান্নানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আবদুল মান্নানের ধানমণ্ডির এক নম্বর সড়কের বাসায় এ হামলার ঘটনা ঘটে।
ঢাকা মহানগর ছাত্রদলের (পূর্ব) যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান জানান, শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের ধানমণ্ডির নিজ বাসায় তার স্ত্রী নিলুফার মান্নানের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়। সন্ধ্যা ৬টার দিকে অতর্কিত ৩০ থেকে ৪০ যুবক ‘জয় বাংলা’ বলে তার বাসভবনে ইট-পাটকেল ছোড়ে।
তিনি আরও জানান, এতে ভবনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। আবদুল মান্নানের ব্যবহৃত গাড়িটিও ভাংচুর করা হয়। তারা নিরাপত্তা কর্মী মেহেদী হাসানকেও মারধর করে।
ধানমণ্ডি থানার ওসি আবদুল লতিফ যুগান্তরকে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের বাসায় হামলা ভাংচুরের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি পুলিশ।
ওসি বলেন, এ ব্যাপারে বিএনপি নেতার পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করতে আসেনি।