18-12-2016 03:20:16 PM
আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ শহরের কাঁটাওয়াপদা এলাকায় প্রথম বারের মত শুরু হওয়া তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।রবিবার সকাল সাড়ে ১১টায় মুসলিম উম্মাহ এবং দেশ ও জনগণের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের আমির মাও: জোবায়ের আহমেদ।প্রায় ৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানদের ‘আমিন-আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।ইজতেমা উপলক্ষে সিভিল সার্জন অফিস ও নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের মেডিক্যাল টিম ইজতেমায় আগতদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ পৗরসভা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে স্বেচ্ছায় সহযোগিতা করা হয়। ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের ৪৩ জন তাবলীগের সাথীসহ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাংসদ প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, সাংসদ হাসিবুর রহমান স্বপন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য ইজতেমা ময়দানের মূল প্যান্ডেলে বসে মোনাজাতে অংশ নেন। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় সাদা পোশাকে ও পোশাকধারী ৬ শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এছাড়াও র্যাব অন্যান্য সংস্থার লোকজনও নিরাপত্তার দায়িত্বে ছিল। ইজতেমা মাঠে পুলিশ কন্টোল রুম ও সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। আগত মুসুল্লদের সুবিধার্থে ট্রাফিক সদস্যরা রাস্তয় দায়িত্ব পালন করেন।মোনাজাতের অংশ নেয়ার পূর্বে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের জানান, মুসলিম উম্মাহ শান্তি কামনায় লাখো লাখো মুসুল্লীদের সাথে মোনাজাতে অংশ নেয়ার জন্য এখানে এসেছি। সফল ভাবে ইজতেমা শেষ হওয়ায় তিনি আয়োজকসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।