17-12-2016 02:21:21 PM
খাবারের স্বাদ বৃদ্ধিতে পুদিনা পাতার জুড়ি মেলা বেশ কঠিন। শুধু খাবারই নয়, আরও অনেক কাজে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন।পুদিনা পাতার গন্ধ ইঁদুর-মাকড়সাদের একদমই সহ্য হয় না। ঘরে পুদিনার পাতা থাকলে, এই কীটপতঙ্গের দল পালানোর পথ পাবে না।পুদিনা পাতার তৈরি চা ঘরের চার কোণে, বাথরুমে, যেখানে ইঁদুর-মাকড়সা-আরশোলার উৎপাত বেশি সেখানে স্প্রে করুন। বিশেষত দরজা-জানলার চারপাশে। টবে বসানো পুদিনার গাছও ঘরে বসাতে পারেন।