15-12-2016 04:18:30 PM
সপ্তাহের শেষ দুই কার্যদিবস বুধ ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ ডিসেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।বৃহস্পতিবার দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। এর ফলে ডিএসইতে টানা তিন কার্যদিবস সূচক বাড়লো। সিএসইতে সূচক বাড়লো টানা দুই কার্যদিবস।এদিন সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে সিএসইতে বেড়েছে লেনদেন, তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩১ কোটি ৯৯ লাখ ১৬ হাজার ৭৪০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ১ হাজার ২৩ কোটি ৫ লাখ ১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৪ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো