বাংলাদেশ | মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ,১৪৩১

জাতীয়

15-12-2016 11:24:23 AM

যশোরে চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার, গ্রেফতার ২

newsImg

যশোরের উপশহর এলাকা থেকে চেং হি সাং (৪২) নামে এক চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2865 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends