বাংলাদেশ | মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ,১৪৩১

জাতীয়

15-12-2016 09:09:34 AM

গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

newsImg

গাইবান্ধায় দু'গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রশাসনের হস্তাক্ষেপে আগামী শনিবার ভোর পর্যন্ত স্থগিত করা হয়েছে।জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের কারণে বুধবার রাত ৮টায় জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুস সামাদের মধ্যস্থতায় আগামী শনিবার ভোর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।একই কথা বলেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান। তিনি জানান, ধর্মঘট স্থগিত করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এর আগে, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির দু’গ্রুপের সংঘর্ষ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে এ ধর্মঘটের ঘোষণা দেয় জেলা মোটর মালিক সমিতি ও জেলা ট্রাক, ট্যাংকলরি মালিক সমিতি। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পালিত হয়। এতে করে জেলার যাত্রীসাধারণ চরম বিপাকে পড়েন।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 3160 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends