বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ,১৪৩১

জাতীয়

13-12-2016 04:33:52 PM

রৌমারী সীমান্তে ফের বুনো হাতির দল

newsImg

১০ দিনের মাথায় কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ফের বুনো হাতির দল তাণ্ডব শুরু করেছে। কয়েকদিন আগে ভারত থেকে প্রায় ১৪টি হাতি বাংলাদেশে এসেছিল।এবার সংখ্যা আরও বেশি, ২৫/২৬ টির মতো। মঙ্গলবার ভোর রাতে রাজীবপুরের মিয়াপাড়া সীমান্ত দিয়ে ওই হাতির দলটি বাংলাদেশে প্রবেশ করে।সীমান্তবাসীদের কাছ থেকে জানা গেছে, ভারতীয় ওই বুনো হাতির দলটি মিয়াপাড়া, বালিয়ামারী, চরলাঠিয়াল ডাঙ্গা হয়ে আলগার চর সীমান্তে অবস্থান করছে। এসময় হাতির দলটি সীমান্ত এলাকায় বোরো ক্ষেতের বেশ কয়েকটি সেচ পাম্প উপরে ফেলে। বোরো ধানেরও ব্যাপক ক্ষতি করে। ভুট্টা, আখ ও সরিষা আবাদের ব্যাপক ক্ষতি করে চলেছে।  বালিয়ামারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোরশদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সীমান্তবাসীকে সর্তক করে দিয়েছি। যাতে হাতির দলকে কেউ উত্যক্ত না করে।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 3416 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends