বাংলাদেশ | মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ,১৪৩১

জাতীয়

13-12-2016 09:20:49 AM

সিরাজগঞ্জে ৯ হাজার লিটার বাংলা পেট্রোল জব্দ

newsImg

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ হাজার বাংলা পেট্রোলসহ ট্যাঙ্কলরি চালককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে শাহজাদপুর পৌর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চট্টগ্রাম থেকে ৯ হাজার লিটার বাংলা পেট্রোলসহ একটি ট্যাংকলরি বাঘাবাড়ীতে আনা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2577 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends