12-12-2016 05:39:35 PM
অগ্রহায়ণের শেষে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে লালমনিরহাটের মানুষ। বিশেষ করে শ্রমজীবীসহ তিস্তা-ধরলা পারের মানুষ পড়েছে চরম দুর্ভোগে।প্রচণ্ড শীতের কারণে বাড়ি থেকে বের হতে না পারায় হাজার হাজার ক্ষেতমজুর পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। শীতের দাপটে হাট-বাজার, রাস্তাঘাটফাঁকা থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকা।এদিকে, শৈত্যপ্রবাহ দিন দিন বেড়েই চলছে, আর এতে করে থরথরে কাঁপছে এ জেলার মানুষজন। বিশেষ করে শিশুসহ বয়ষ্কদের দুরাবস্থা চোখে পড়ার মতো। আরো আছে গরীব-দুস্থ মানুষজন।তিস্তাসহ বিভিন্ন নদীর চর এলাকায় দেখা যায়, আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে অসহায় পরিবারগুলো। শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন এসব মানুষ। আরও বেশি বিপাকে পড়েছে সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলো। পুরনো গরম কাপড়ের দোকানে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজও সারাদিন ঘন কুয়াশায় ঢাকা আছে প্রকৃতি।