বাংলাদেশ | মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ,১৪৩১

জাতীয়

08-12-2016 03:41:30 PM

নাটোরে হাজতি আসামির মৃত্যু

newsImg

জেলার সিংড়ার বামিহাল পুলিশ ফাঁড়ির অস্ত্র লুট মামলার হাজতি আসামি আজিজুল ইসলাম অসুস্থ হয়ে মারা গেছেন। মৃত আজিজুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের বাসিন্ধা। বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

নাটোর জেল সুপার ফারুক আহমেদ   বামিহাল পুলিশ ফাঁড়ির অস্ত্র লুট মামলার হাজতি আজিজুল ইসলামকে আটকের পর গত ১৪ নভেম্বর কারাগারে প্রেরণ করা হয়। এরপর থেকেই আজিজুল ইসলাম অসুস্থ ছিলেন।বুধবার রাতে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আবুল কালাম আজাদ বলেন ,আজিজুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে হার্ট এ্যাটাকে মারা গেছে।উল্লেখ্য, ২০০৫ সালের ২৮ ডিসেম্বর একদল সন্ত্রাসী বামিহাল পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার আনসার সদস্যকে হত্যা, ১১ টি অস্ত্র এবং বিপুল পরিমান গুলি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩০জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2344 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends