07-12-2016 01:07:20 PM
ঠাকুরগাঁওয়ের ৩টি স্কুলের মাঠে সামাজিক যাত্রা পালার নামে চলছে অশ্লীল নৃত্য যাত্রা ও জুয়া। এতে পাঠদান ব্যহত হওয়ায়র পাশাপাশি নষ্ট হচ্ছে যুব সমাজ।এ বিষয়ে স্থানীয় শুশীল সমাজের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করা হলেও এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভ প্রকাশ করছেন তারা। গত ৩০ নভেম্বর জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা কিন্ডার গার্ডেন, মহারাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহারাজা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে মেলা কমিটি সামাজিক যাত্রাপাল ও কবি গানের কথা বললেও এখন চালানো হচ্ছে অসামাজিক যাত্রা পালাসহ অশ্লীল নৃত্য, আরও চালানো হচ্ছে র্যাফেল ড্র। আর রাতের পর রাত মেলা কমিটির মাধ্যমে এসব অবৈধ কার্যক্রম চালানো হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন। মেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলু জানান, আমরা বছরে একবার মেলার আয়োজন করি কিছু টাকা আয় করার জন্য। এর মধ্যে প্রশাসনসহ বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়। আর খোলা-মেলা যাত্রাপালা না চললে লোক আসতে চায় না। এ ব্যপারে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মেলা যেভাবে চলার কথা সেই শর্তাবলী অমান্য করলে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মেলা বন্ধ করে দেওয়া হবে।উপজেলা রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান ছুটিতে থাকায় পাশের উপজেলার দায়িত্বরত নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, বিষয়টি আমি জানিনা এ বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে। তিনি নির্দেশ দিলেই ব্যবস্থা নেওয়া হবে।