বাংলাদেশ | মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ,১৪৩১

জনগণ / তত্তাবদায়ক সরকার

05-12-2016 10:55:07 AM

মাদক মুক্ত মধুখালী চাই এর দাবিতে মানববন্ধন

newsImg

মাদক মুক্ত মধুখালী চাই“ দাবিকে সামনে রেখে মধুখালীতে আমরা মধুখালী বাসীর উদ্দোগে এক মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের আখচাষী কল্যান ভবনের সামনে আমরা মধুখালী বাসীর আহবায়ক মো. সামসুর রহমান সাচ্চুর সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান বাবলু, উপজেলাওর্য়াকার্স পার্টির সম্পাদক আবু সাঈদ মিয়া, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. গোলাম নবী শেখ, পৌর কাউন্সিলর নাজমা সুলতানা সহ প্রমুখ।বক্তারা উপজেলাকে মাদক মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশ বাহিনিকে আরো কঠোর হবার আহবান জানানো হয় কর্মসূচী থেকে ।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 3005 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends