বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

জাতীয়

05-12-2016 10:17:14 AM

সীমান্ত দিয়ে ভারতের ১৪টি হাতি বাংলাদেশে

newsImg

কুড়িগ্রামের রৌমারি সীমান্ত দিয়ে ভারতের প্রায় ১৪টি হাতি বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। রৌমারির ফুলবাড়ি সদর ইউনিয়ন দিয়ে হাতিগুলো বাংলাদেশে প্রবেশ করে। এরপর শৈলমারী এলাকায় চলে আসে। কিন্তু বের হওয়ার পথ খুঁজতে গিয়ে দিশা হারিয়ে মাঠের পর মাঠ ফসল নষ্ট করছে হাতিগুলো। বর্তমানে হাতিগুলো কয়টাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত একটি আখক্ষেতে অবস্থান নিয়েছে।  খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা বিভিন্ন সংকেতের মাধ্যমে হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করছেন। এদিকে হাতি দেখতে ঘটনাস্থলে কয়েকশ মানুষ উপস্থিত হয়েছে। গ্রামে ঢুকলে জানমালের বিশাল ক্ষতি হতে পারে- এমন আশঙ্কাও করছেন অনেকে।  কয়টাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 3225 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends