03-12-2016 11:34:46 AM
মালয়েশিয়ায় শরিয়া আইন বাস্তবায়নে আরও কঠোর হচ্ছে প্রশাসন। ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছাড়লে দেশটিতে এখন থেকে ছয় মাসের জেল ও প্রায় ৫৩ হাজার টাকা জরিমানা গুনতে হবে। সম্প্রতি মালয়েশিয়ার অঙ্গরাজ্য তেরেংগানুতে এ আইন পাশ করা হয়েছে। তেরেংগানুর শরিয়া অপরাধমূলক আইনে আইনটি পাস করা হয়। এতে বলা হয়, শরিয়া অপরাধমূলক আইনের ১৯ এবং ৫৩ ধারায় রয়েছে রমজান মাসে পবিত্রতা রক্ষা না করলে, নারীদের উত্যক্ত করলে এবং ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে শাস্তি ও জরিমানা দিতে হবে। এসব অপরাধে সর্বোচ্চ দুই বছরের জেল ও তিন হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা আদায় করতে হবে