বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

ঢাকা শেয়ার বাজার

03-12-2016 11:12:52 AM

সমাপ্ত সপ্তাহে সূচক বাড়লেও কমেছে লেনদেন

newsImg

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৯.৪৭ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ৬০০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার; যা এর আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৯৭৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন কমেছে ৩৭৬ কোটি ৬৬ লাখ টাকাসমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৬.৩৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২.৯১ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯.২৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১.৪৭ শতাংশ।ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ০.৬৬ শতাংশ বা ৩১.৬৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে সূচক বেড়েছে ১.৩ শতাংশ বা ১৮.১৬ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১.৪৩ শতাংশ বা ১৬.২৪ পয়েন্টে।সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৭টি কোম্পানির। আর দর কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২২১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে ০.৭৮ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টি কোম্পানির। আর দর কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 6590 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends