বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

স্বাস্থ্য কথা

30-11-2016 03:28:41 PM

শীতে পা ফাটা রোধে করণীয় কী

newsImg

শীত প্রায় চলেই এসেছে। শীতে সবাই ত্বকের বাড়তি যত্ন নিয়ে থাকেন। এ সময় অনেকের পায়ের গোড়ালি ফেটে যায়। পা ফাটলে পায়ের গোড়ালিতে ব্যাপক যন্ত্রণা হতে থাকে। পায়ের গোড়ালি ফেটে গেলে তা সারাতে ঘরোয়া কিছু সমাধান নিজেই করতে পারেন। যারা এ বিড়ম্বনায় পড়তে চান না, তারা একটু বাড়তি যত্ন নিতে পারেন। কীভাবে সারাবেন?

মোমবাতির মোম: মোমবাতির মোমের সঙ্গে সরিষার তেল মিশিয়ে তা ফাটা স্থানে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা সেরে যাবে।

গ্লিসারিন ও গোলাপজল: গোলাপজলের সঙ্গে কিছুটা গ্লিসারিন মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা ও ব্যথা কমবে।

তিলের তেল: পা ফাটা সমস্যা সমাধানে তিলের তেল ব্যাপক কার্যকর। পায়ে তিলের তেল মাখলে পা ফাটা বন্ধ হয়।

ভ্যাসলিন ও লেবুর রস: ভ্যাসলিনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তা ফাটা স্থানে মালিশ করুন। এতে ওই মিশ্রণ সেখানে শোষণ হয় বলে পা ফাটা দ্রুত সেরে যায়।

মধু-পানি: এক কাপ মধু আধা বালতি গরম পানিতে মিশিয়ে এতে ১৫ থেকে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে পা ফাটা দূর হবে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 3161 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends