26-11-2016 12:39:44 PM
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকের উপর থেকে রাস্তায় ছিঁটকে পরে দুই কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার ভোরে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছেন। নিহতরা হলেন, মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলি দক্ষিণপাড়া এলাকার লাল মিয়ার ছেলে শাহজাহান আলী(৫০) ও বালুয়া মাসিমপুর ইউনিয়নের মুকিমপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে লেমন মিয়া(২০)। ওসি জানান, বৈরাগীগঞ্জে আলুর বস্তা বোঝাই একটি ট্রাক অচল হলে সেটি রাস্তার পাশে দাঁড়ানো ছিল। ভোরে বগুড়া থেকে কাঠ বোঝাই একটি ট্রাক রংপুরে ফেরার পথে সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় কাঠ বোঝাই ট্রাকের উপর থেকে রাস্তায় ছিঁটকে পরে ঘটনাস্থলেই শাহজাহান ও লেমন মারা যান। শনিবার বেলা ১০ টায় ময়না তদন্তের জন্য নিহতদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হুমায়ুন।