বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

জাতীয়

09-11-2016 11:49:00 AM

গৌরনদীর বেদে পল্লীতে সংঘর্ষে আহত ২০

newsImg

বরিশালের গৌরনদীতে বেদে পল্লীর সর্দারের চাঁদা দাবিকে কেন্দ্র করে দুই দল সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় একটি বসতঘর ও একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গৌরনদী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড টরকীর চর স্থায়ী বেদে পল্লীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, বেদে পল্লীর সর্দার মো. নান্নু মিয়া দীর্ঘদিন ধরে বেদে পল্লীর বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন। গতকাল  মঙ্গলবার ভোরে নান্নু ও তার লোকজন প্রত্যেক ঘর থেকে দুই হাজার টাকা করে চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন ওই পল্লীর বাসিন্দা স্বপন মিয়া ও তার সমর্থকরা। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে নান্নুর নেতৃত্বে তার সমর্থক সিদ্দিক সরদার, দিপু, মন্টু, পিকু, মামুন, জিয়া, ডালিম, হেজবুল, রুহুল আমিন অতর্কিতে হামলা চালিয়ে স্বপনের বসতঘর ও তার সমর্থক রুবেল খানের দোকান ঘর ভাঙচুর করে লুটপাট করে। তাদেরকে বাধা দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে আক্কাস মিয়া, মিন্টু মিয়া, লিটন মিয়া, পাখি বেগম, বিলা বেগম, শিল্পী বেগম, জিয়া সরদার, চপল, বোরহান, কেতাব আলী সরদারসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত পাঁচজনকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে স্থায়ী বেদে পল্লীর সর্দার নান্নু মিয়া বলেন, "তুচ্ছ ঘটনার জের ধরে স্বপন ও তার লোকজন আমার সমর্থকদের ওপর প্রথম হামলা চালিয়েছে।"  

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 3011 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends