বাংলাদেশ | বুধবার, জানুয়ারী ২৯, ২০২৫ | ১৫ মাঘ,১৪৩১

জাতীয়

08-11-2016 02:56:23 PM

২৪ বোতল ফেনসিডিলসহ আটক হওয়া পারভেজের যাবজ্জীবন

newsImg

বরিশালে ফেনসিডিল বহনের দায়ে মো. পারভেজ ওরফে জামাই পারভেজ নামের এক যুবককে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের হাতে প্রায় চার বছর আগে গ্রেফতার হন পারভেজ। আদালতের বেঞ্চ সহকারি হারুন-অর রশীদ জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর রূপাতলী গাউছিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ পারভেজকে আটক করে। ওই দিনই গোয়েন্দা পুলিশের এসআই কামাল উদ্দিন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৩ সালের ২১ জানুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই ইরানুল ইসলাম পারভেজকে অভিযুক্ত করে আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন। নয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন। তবে এসময় আসামীর উপস্থিত ছিলেন না। পারভেজ নগরীর রূপাতলী গাউছিয়া সড়কের বুড়ির বাড়িকে ভাড়া থাকতেন। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট গ্রামে। 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 3127 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends