বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

জনগণ / তত্তাবদায়ক সরকার

06-11-2016 02:44:28 PM

সুপারি চাষে লাভবান চাষিরা

newsImg

লক্ষ্মীপুরে উৎপাদিত সুপারির অর্থমূল্য এবার তিনশ’ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। বর্তমানে গাছ থেকে সুপারি সংগ্রহ, ভিজিয়ে রাখা এবং বাজারজাতকরণ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে সুপারি চাষিরা। চলতি বছর সুপারির বাজার দর ভালো থাকায় খুশি চাষিরা। তবে সুপারি রপ্তানীর জন্য প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপণ করা হলে তারা আরো বেশি লাভবান হতেন বলে দাবি করেন সংশ্লিষ্টরা।  লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, সুপারির চাষ দিন দিন কৃষকদের নিকট জনপ্রিয় হয়ে উঠছে। চাষিরা এখন আধুনিক পদ্ধতিতে সার ও বালাই ব্যবস্থাপনার মাধ্যমে সুপারি চাষ করেন। তবে লক্ষ্মীপুরে সুপারির প্রক্রিয়াজাত কেন্দ্র থাকলে সুপারি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনসহ লাভবান হতেন চাষিরা। 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2771 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends