বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

জাতীয়

20-10-2016 12:06:46 PM

বরগুনায় স্বরাষ্ট্রমন্ত্রী, আত্মসমর্পণের কার্যক্রম শুরু

newsImg

বরগুনায় সাগর বাহিনীর প্রধানসহ ১৩ জলদস্যুর আত্মসমর্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বরগুনা সার্কিট হাউস সংলগ্ন মাঠে আয়োজিত এই আত্মসমর্পণ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮’র পরিচালক মো. ইফতেখারুল মাবুদ। বিশেষ অতিথি র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর আদনান জানান, সাগর বাহিনীর প্রধান আলমগীর হোসেন খোকনসহ ১৩ জলদস্যু আত্মসমর্পণ করতে যাচ্ছে। তারা আগ্নেয়াস্ত্র ও গুলি জমা দেবে।বঙ্গোপসাগরে জলদস্যু দমনে সুন্দরবনকেন্দ্রীক বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জলদস্যু সাগর বাহিনীর প্রধানসহ দস্যুরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 3007 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends