বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

বানিজ্য

21-08-2016 02:00:59 PM

ডিজিটাল করসেবা প্রদানে এনবিআরের আইটি কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে

newsImg

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ডিজিটাল কর সেবা প্রদানে এনবিআরের আইটি ইউনিটের কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে। ভ্যাট, কাস্টমস্ ও আয়করকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সমন্বয় করা হবে শীঘ্রই।এর মাধ্যমে একজন করদাতা কর অফিসে না গিয়ে ঘরে বসেই সব ধরণের সেবা পাবেন। বৃহস্পতিবার এনবিআর সম্মেলনক্ষে অনুষ্ঠিত আইআরডি-এনবিআর সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান বলেন,সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় এনবিআরকে ঢেলে সাজানো হয়েছে। করদাতাদের ডিজিটাল সেবা দিতে স্থাপন করা হয়েছে আইসিটি বিভাগ। ডিজিটাল সেবা দিতে শক্তিশালী করা হচ্ছে আইটি ইউনিটকে।  তিনি বলেন,করদাতা সেবায় ইতোমধ্যে অনলাইনে ই-টিআইএনরেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হয়েছে। করদাতা ও সেবাগ্রহীদের মাঝে এটি ব্যাপক সাড়া মিলেছে। সহসাই অনলাইনে রিটার্ন দাখিল চালু হচ্ছে বলে তিনি জানান। সভায় আয়কর,শুল্ক ও মূসক সংশ্লিষ্ট কার্যাবলীসমূহ অটোমেশনের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য-প্রযুক্তি ইউনিটকে আরো আধুনিক এবং শক্তিশালী করতে চলমান সব প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এছাড়াও সভায় মেধাবী আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে একটি টীম গঠনের মাধ্যমে আইসিটি কর্মকান্ড গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

খবরটি সংগ্রহ করেনঃ- আইনিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2720 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends