বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

বানিজ্য

20-06-2016 02:18:33 PM

গত মাসে রফতানি বেড়েছে সিঙ্গাপুরের

newsImg

চলতি বছরের পঞ্চম মাসে রফতানি বেড়েছে সিঙ্গাপুরের। ফার্মাসিউটিক্যালস ও স্বর্ণের চালান বাড়ায় দেশটির রফতানি বৃদ্ধি পেয়েছে। বাজার অস্থিরতা থেকে বাঁচতে লেনদেনকারীরা নিরাপদ স্থান হিসেবে সিঙ্গাপুরের দিকে ঝুঁকছেন। তবে এ বৃদ্ধি সামগ্রিক অর্থনীতি পুনরুদ্ধারের ইঙ্গিত নয় বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন। খবর এফপি।মে মাসে তেলবহির্ভূত দেশীয় রফতানি বছরওয়ারি ১১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এর মধ্যে প্রিফেব্রিকেটেড ভবন, ফার্মাসিউটিক্যালস ও স্বর্ণ শীর্ষে রয়েছে। দেশে স্বর্ণের বৃহত্তর বাজার না থাকলেও বড় আঞ্চলিক অর্থনীতিগুলো লেনদেনে বড় ভূমিকা রেখেছে। চীনের মন্থর অর্থনীতি আর তেলের মূল্য পতনে সৃষ্ট বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা গত বছর মূল্যবান ধাতুটির দাম ২০ শতাংশ বাড়িয়ে দেয়। স্বর্ণের শক্তিশালী লেনদেনে তাইওয়ান ও ভারতে রফতানি বেড়েছে।গত মাসে ফার্মাসিউটিক্যালস, পেট্রোকেমিক্যালসহ ইলেকট্রনিকসবহির্ভূত চালান সম্প্রসারিত হয়েছে ১৯ শতাংশ। এপ্রিলে এ খাতে ৮ দশমিক ১ শতাংশ পতন দেখা গেছে। সিঙ্গাপুরের দুটি প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের চাহিদায় উল্লেখজনক বৃদ্ধি দেখা গেছে। যুক্তরাষ্ট্রে রফতানি বেড়েছে ৯ দশমিক ১ শতাংশ, অন্যদিকে তাইওয়ানে বেড়েছে ১১ দশমিক ২১ শতাংশ।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2557 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends