বাংলাদেশ | রবিবার, অক্টোবর ৬, ২০২৪ | ২১ আশ্বিন,১৪৩১

আউটসোর্সিং

30-03-2016 10:27:34 AM

ফেসবুকে ব্যঙ্গ-বিদ্রুপ করলে ২০ লাখ টাকা জরিমানা

newsImg

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যায়, সেলিব্রেটি কিংবা রাজনৈতিক দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে। কিন্তু এবার থেকে এমন 'প্রতিভা' বিকাশ ঘটানোর আগে সাবধান। ইন্টারনেটে বিদ্রূপ করলে দিতে হবে ২০ লক্ষ টাকারও বেশি জরিমানা।  

এমনি আইন পাশ করা হল নিউজিল্যান্ডে। অন্যকে বিদ্রুপ করা হয় এমন কোনও কিছু করা যাবে না ইন্টারনেটে। ধরা পড়লে দিতে হবে ২২ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা। 

নূন্যতম ২ বছরের জেলও হতে পারে। গত সপ্তাহে নিউজিল্যাণ্ডের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সমর্থনে পাশ হয় 'Harmful Digital Communication Bill'. এই বিল কার্যকরী করার জন্য ফেসবুক, টুইটার ও গুগলকে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্রূপ যুক্ত সমস্ত পোস্ট তুলে নিতে বলা হয়েছে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 6380 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends