17-03-2016 10:43:20 am
লন্ডনের বায়ু দুষণের মাত্রা ও বিষাক্ততা নিরূপন করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে কবুতর বাহিনী নামানো হচ্ছে! এ বাহিনীর কাজ হবে, উড়ে উড়ে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করা। কবুতরের পিঠে লাগানো যন্ত্র নিজেই বায়ু দূষণের তথ্য পাঠাতে থাকবে।
জানা যায়, কবুতরগুলোর পিঠের উপর একটি ব্যাকপ্যাক রয়েছে। ওই ব্যাকপ্যাকে রাখা পল্যুশন সেন্সর ও জিপিএস ট্র্যাকার বাতাসে নাইট্রোজেন ডাই অক্সাইড ও ওজনের পরিমাণ নির্ণয় করে টুইটের মাধ্যমে তা কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছে।
পিজিয়নএয়ার এ টুইট আইডির মাধ্যমে লন্ডনবাসীরা তার এলাকার বাতাসের দূষণের অবস্থা জানতে পারছেন। শুধু তাই নয় কবুতরগুলো যেখানে স্থাপন করা হয়েছে সেখানকার সচিত্র মানচিত্রও অনলাইনে দেখানো হচ্ছে।
এ প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে পাম ল্যাবস নামে একটি প্রতিষ্ঠান। কবুতরগুলোর সার্বিক নিরাপত্তার বিষয়ে একটি দল কাজ করছে।
বায়ু দূষণ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ লন্ডনেই প্রথম নয়। জিপিএস ট্র্যাকার ও গোপ্রো ক্যামেরার মাধ্যমে ময়লা-আবর্জনা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু।