বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

আন্তর্জাতিক

03-03-2016 11:08:21 am

গ্রিসে আটকা পড়েছে ২৫ হাজার শরণার্থী

newsImg

ইউরোপের বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ করে দেয়ায় গ্রিসে আটকা পড়েছে ২৫ হাজার শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ খবর জানিয়েছে।

মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার শরণার্থী গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে আটকা পড়েছে। কর্তৃপক্ষ তাদের কাগজপত্র পরীক্ষা করে দেখছে তারা সিরিয়া ও ইরাকের নাগরিক কি-না।

মেসিডোনিয়া কর্তৃপক্ষ বুধবার সিরিয়া ও ইরাক থেকে আসা আড়াইশো শরণার্থীকে সীমান্ত অনুমতি দিয়েছে। এই পরিস্থিতিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে ইউএনএইচসিআর।

খবরটি সংগ্রহ করেনঃ- I-news24.com
এই খবরটি মোট ( 5843 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends