16-03-2016 01:09:45 pm
রাষ্ট্রবিরোধী অপরাধে মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়েরকে (২১) ১৫ বছরের কঠিন শ্রমের সাজা দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ আদালত।
মার্কিন ওই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ, গত জানুয়ারি মাসে তিনি উত্তর কোরিয়া ভ্রমণকালে একটি হোটেল থেকে একটি ‘প্রোপাগান্ডা সাইন’ চুরির চেষ্টা করেন। এ অভিযোগে তাকে আটকও করা হয়।
পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ওয়ার্মবিয়ের নিজের অপরাধ স্বীকার করে বলেন, একটি চার্চ গ্রুপ তাকে উত্তর কোরিয়া থেকে একটি ‘ট্রফি’ নিয়ে যাওয়ার অনুরোধ করে। সে অনুরোধ রাখতেই তিনি চুরির চেষ্টা করেন।
এদিকে, বিশ্লেষকরা বলছেন, মার্কিন শিক্ষার্থীকে কঠোর এ সাজা দেওয়ায় উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটার আশঙ্কা তৈরি হলো।
ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার শিক্ষার্থী ওয়ার্মবিয়েরকে গত ২ জানুয়ারি আটক করে উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনী।