বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

আন্তর্জাতিক

03-03-2016 12:08:07 pm

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত

newsImg

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর বিবিসির। 

নতুন নিষেধাজ্ঞা কিছু কিছু ক্ষেত্রে উত্তর কোরিয়ার সমস্যা আরো বাড়িয়ে দেবে। উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার জবাবে এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।

নতুন নিষেধাজ্ঞা আরোপের ফলে উত্তর কোরিয়া থেকে যেসব জাহাজ বাহিরে যাবে অথবা বাহির থেকে যেসব জাহাজ উত্তর কোরিয়া আসবে সেগুলোর প্রতিটিকে পরীক্ষা করা হবে। এছাড়া উত্তর কোরিয়ার ১৬ ব্যক্তি ও ১২ টি সংগঠনকে কালো তালিকাভূক্ত করা হয়েছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়াকে পরমাণু পরীক্ষার বিষয়ে হুশিয়ার করে দিয়েছেন। এক বিবৃতিতে ওবামা বলেন, উত্তর কোরিয়ার জনগণের জন্য যা ভালো সেটাই করা উচিত উত্তর কোরিয়া সরকারের। বিপজ্জনক কর্মসূচি পরিত্যাগ করা উচিত উত্তর কোরিয়ার।

খবরটি সংগ্রহ করেনঃ- i-news 24.com
এই খবরটি মোট ( 5176 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends