বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১
আন্তর্জাতিক
02-03-2016 11:54:17 am
বিশ্বব্যপী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ৯ মার্চ
Tanjil Sorif: ঠিক এক বছরের মাথায় ফের পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ৯ মার্চ দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের প্রায় বেশির ভাগ জায়গা-ই সাক্ষী থাকবে এই সূর্য গ্রহণের। তবে ভারতে দেখা যাবে আংশিক।
৯ মার্চ সকাল ৬টা ১৭ মিনিট থেকে শুরু হবে পূর্ণ গ্রহণ এবং স্থায়ী হবে ৯ টা ৩৮ মিনিট পর্যন্ত। এর পর আরও কিছুক্ষণ দেখা যাবে আংশিক সূর্য গ্রহণ। আংশিক গ্রহণ শেষ হবে ১০ টা ৩৫ মিনিটে। বিশ্বের মধ্যে এই গ্রহণের সবথেকে বেশি অংশ দেখা যাবে আন্দামান নিকোবরে।পরবর্তী সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে এক বছরেরও বেশি সময়। পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহন হবে ২০১৭ সালের ২১ আগস্ট।