13-09-2015 11:17:20 pm
মহামন্ত্রী সহ সরকার বলছে ভ্যাট ছাত্রদের দিতে হবে না ভ্যাট দিবে বিশ্ববিদ্যালয়। মানে সরকার কিছু আয় এ খাত থেকে করতে চায় যে কোন ভাবে। সরকার ভ্যাট বাতিল করে বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর প্রতক্ষ্য কর বসাতে পারে (সরকার মনে করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রচুর মুনাফা করছে) এবং এরুপ কর উৎসে কর্তন করতে পারে। যখনি ছাত্ররা টিউশন ফি পে করবে তখনি ৫% বা ৭.৫% কর অগ্রিম কেটে নেওয়া হবে। সে ক্ষেত্রে ছাত্র ও অভিভাবকদের টেনশন থাকবে না। ভ্যাট নামে কর থাকলে আজ হোক আর কাল হোক তা ছাত্রদের উপর বিশ্ববিদ্যালয় চাপিয়ে দিবে। সরকারের মাথা তো খারাপ হয়েছে টাকা দরকার রাষ্ট্রের কর্মচারীদেরকে বৈশাখী বোনাস দিতে হবে না।