বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

সম্পাদকীয়

23-07-2015 11:45:50 AM

ঘটনাটি না ঘটা পর্যন্ত কখনোই কেয়ামত সংঘটিত হবে না

newsImg

ইসলাম ডেস্ক: সুন্দর এই পৃথিবী একদিন মহান আল্লাহ তায়ালা ধ্বংস করে দেবেন। কিন্তু কেয়ামত সৃষ্টির পূর্বে কিছু ঘটনা ঘটবে যেগুলো না ঘটলে কখনোই কেয়মত সংঘটিত হবে না। এ বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, যেদিন এই দুনিয়ায় আল্লাহ তায়ালার নাম নেয়ার মতো কেউ থাকবে না সেই দিন আল্লাহ পাক এই দুনিয়া ধ্বংস করে দেবেন।  মহানবী (সা.) আরো বলেছেন, দুনিয়া ধ্বংসের আগে পশ্চিমাকাশে সুর্যোদয়ের পূর্বে কিয়ামত সংঘটিত হইবে না, আর যখন পশ্চিম গগনে সূর্য উদিত হইবে, তখন সকল মানুষ একত্রে ঈমান আনয়ন করিবে । কিন্তু যে ইতিপূর্বে ঈমান আনেনি অথবা যে ঈমান অনুযায়ী নেক কাজ করেনি সে সময়ে ঈমান আনয়নে তাহার কোন উপকার হইবে না।" (সহিহ মুসলিম : ২৯৩)

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 7261 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends