বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

সরকারী দল

01-04-2018 10:40:00 AM

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

newsImg

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ রবিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। সকালে হেলিকপ্টারে জেলার হাইমচর উপজেলায় পৌঁছে সেখানে চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটের ৬ষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পে (কমডেকা) অংশগ্রহণ করবেন তিনি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা একই স্থান থেকে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে জেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তিনি আট বছর পর চাঁদপুর সফরে আসছেন। জেলা হাইমচর উপজেলার সড়কগুলো সুসজ্জিত করা হয়েছে। তোরণ, বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শিত হচ্ছে।

এ ছাড়া আসন্ন সংসদ নির্বাচনে মনোয়ন প্রত্যাশী দলীয় নেতারাও অনেক তোরণ নির্মাণ করেছেন।

খবরটি সংগ্রহ করেনঃ- i-news
এই খবরটি মোট ( 5901 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends