বাংলাদেশ | মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ,১৪৩১

কেম্পাস

07-11-2017 10:35:25 AM

ক্যারম খেলা নিয়ে ছাত্রলীগের কর্মী পেটালেন নেতাকে

newsImg

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যারম খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই সদস্যের মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় এক কর্মীর ধাক্কায় নেতা গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। 

মারধরে আহত শিক্ষার্থীর নাম জামিউল রাব্বী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ক্যারম খেলার সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা জামিউল রাব্বী ও ইংরেজি বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী মোতাউল ইসলাম দোলনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে দোলন রাব্বীকে ধাক্কা দিয়ে জানালার দিকে ফেলে দেন। এতে রাব্বীর মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জামিউল রাব্বীর মাথায় ছয়টি সেলাই দেন।

রাব্বী বাংলা বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে মোতাউল ইসলাম দোলন ছাত্রলীগকর্মী। 

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখকে ফোন করা হলেও কলটি রিসিভ হয়নি।

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। জুনিয়র হয়ে সিনিয়রের গায়ে হাত তোলা, এটা মেনে নেওয়া যায় না। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন। 

খবরটি সংগ্রহ করেনঃ- Fatema akter anni
এই খবরটি মোট ( 6492 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends