21-10-2017 11:31:04 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১১টা পর্যন্ত।
এই পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬১ জন শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিটের মধ্যে ঘ ইউনিটে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দিতা হয়। এ বছর ১ হাজার ৬১০টি (বিজ্ঞানে- ১১৪৭টি, বিজনেস স্টাডিজে- ৪১০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৮ হাজার ৫৪জন।
এই ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৩টি স্কুল-কলেজসহ মোট ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
সুষ্ঠুভাবে পরীক্ষাটি সম্পাদনের জন্য হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোন ধরনের ইলেক্ট্রনিক যন্ত্র নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করছে।